ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

তোমার মাথা ব্যথায় নাপা হবো
গ্যাস্ট্রিকে হবো আদা,
তোমার মন খারাপে ভাঁড় হবো
গন্ডার-গরু-গাধা।

তুমি হাসলে বাগান হয় যে
ফুলে ফুলে ভরপুর,
তোমার মন খারাপে অন্ধকারে
ছায়; যদিও দিন দুপুর।

#মেয়ে #মন #খারাপ #ব্যথা #নাপা #গ্যাস্ট্রিক #আদা #ভাঁড় #গন্ডার #গরু #গাধা #হাসি #বাগান #ফুল #অন্ধকার #দিন #দুপুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।