ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

সে যে আমারে লুচ্চা বানায়
তারপর তোলে কাঠগড়ায়
কী যে খেলে তার মন!

কেমন যে এক ভ্যাজালে
সে আমারে জড়ালে
এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন।

কী করেছি অপরাধ
কী যে তাহার সাজা
কিছুই কয় না মোরে।

সারাক্ষনই সে ভয় দেখায়
মাঝে মধ্যে বাঁচার আশায়
মন চায় পালাই দূরে।

তারপরেই মনে পড়ে
এত্তো ভালোবাসি যারে
তারে ছাড়া যায়!

রোজই সে দিক না সাজা
তাতে যদি সে পায় মজা
সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়!

#কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।