ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

নেশা

চান্দের দেশে মেঘের খেলা চলে, তাতে আমার কী!আমি রেফারিও না, দর্শকও না।আমার চোখ জুড়ে এখন প্রেমিকার নেশা। #চাঁদ #দেশ #মেঘ #খেলা #রেফারী #দর্শক #চোখ #প্রেমিকা

দেবী

প্রিয়তমেষু দেবী, ঈভ-এডাম সাজার খেলা শেষ করে এবার চলেন স্বনামে খেলি প্রেম।– ইতি আপনার কবি। #প্রিয়তমেষু #দেবী #ঈভ #এডাম #হাওয়া #আদম #খেলা #প্রেম #কবি

কবিতা

আমারে জিগাইলো-আর কবিতা লেখি না ক্যান?কইলাম তোমার চউক্কের-দিকে চাইলেই খালি কবিতা দেখি,তোমার চউক্কের চাইতে তো ভালো কবিতাআমি লিখবার পারি না।

পরীক্ষা

প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-তোমারে ধরিয়া রাখার যুদ্ধ হবে শুরু,প্রিয়তমা আমার, তোমারে পাইবার পর-ভালোবাসার আসল পরীক্ষা শুরু।

গুজব

বস্তুতঃ বাংলাদেশের কোন জাতীয় কবি নাই, কিন্তু আপনি সারা জীবন জপে এসেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।যেমনটা গত ১২ বছর ধরে গণতন্ত্রের জপ করে

তোমার শহরে এসেছে নতুন পাগল

চিকা মারার ঔষধ বিক্রেতার বেশে-একদিন হানা দিবো তোমার দেশে।তোমার শহরের অলিগলি ঘুরে-একদিন ঠিকই খুঁজে পাবো তোমারে। #শহর #পাগল #চিকা #ঔষধ #বিক্রেতা #দেশ #অলিগলি #চতুর্বেদ #দশকিয়া

গন্তব্য

ভাটিতে সমুদ্র যদিও,আমার গন্তব্য-তুমি পাহাড়। সখি, তাই তো আমার-এই উজানে সাঁতার। #গন্তব্য #ভাটি #সমুদ্র #সখি #পাহাড় #উজান #সাঁতার #দশকিয়া #পঞ্চখন্ড

ক্লিওপেট্রা

মাথায় প্রমান সাইজের টাক,চুলে ধরেছে পাক।হাতে উঠি উঠি করে ছড়ি। তখনো আমি বারবার-তোমার প্রেমে পড়ি।

চাহিদা

সখির চাই শাড়ী-চুড়ি, চুলের খোঁপা, কবির চাই কাব্য লেখার বিরহ। #চাহিদা #শাড়ী #চুড়ি #চুল #খোঁপা #কবি #কবিতা #কাব্য #বিরহ #লেখা

আশ্রয়

হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।#আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ

আর কোন পোস্ট নেই।