ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

তোমাকে একদিন আপনি
করে ডাকবো, তুমি কি খুব
রেগে যাবে সখি?
রেগে গিয়ে আমার গায়ে
বালিশ ছুঁড়ে মারবে কি?

হাতের দামী ফোন,
অথবা তোমার চুল-
আঁচড়াবার নিরীহ চিরুনী?
নাকি আমার লম্বা চুল টেনে
কানের কাছে মুখ নিয়ে বলবে-
যে নামেই ডাকো আমায়
ভালোবাসি সে নামই।

#সখি #ভালোবাসি #এলোমেলোকথোপকথন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।