সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
এই মহামারি কেটে যাবে,
তোমার শহরে হুড খোলা রিক্সায়-
ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।
সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
এই মহামারি কেটে যাবে,
তোমার শহরে হুড খোলা রিক্সায়-
ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)