আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
তুমি আমাকে আগলে রাখবে তো?
নাকি অন্য সব মানুষের মতো,
অন্য সব নারীর মতো তুমিও,
তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
আমাকে মনে হবে বিরাণ ভূমি?
আমাকে মনে হবে ভাঙ্গা কুলা?