অধিকার
প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।
প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।
সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-এই মহামারি কেটে যাবে,তোমার শহরে হুড খোলা রিক্সায়-ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে।
এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।নির্ভেজাল ভালোবাসা।
আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।তুমি আমাকে আগলে রাখবে তো?নাকি অন্য সব মানুষের মতো,অন্য
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)