একাডেমিক সার্টিফিকেট কিছু না, রবীন্দ্রনাথ-আইনস্টাইন পড়ালেখা না করেই হ্যান করেছেন-ত্যান করেছেন এইসব গত শতাব্দীর শান্তনা বানী এই শতাব্দীতে দিবেন না দয়াকরে।
এসএসসি, এইচএসসি, অনার্স, মাষ্টার্সের সার্টিফিকেটের বোঝার সাথে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার চেয়ে এইচএসসিতে আত্মহত্যাই উত্তম, এসএসসিতে কিংবা জেএসসিতে করা সর্বোত্তম বলে মনে করি।
বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, তবে মানুষ থাকবে দরিদ্র।
শতভাগ শিক্ষিত হবে, তবে চাকুরীর বাজারে টিকবে না।
নারীর ক্ষমতায়ন হবে, কিন্তু ধর্ষণ কমবে না।
গ্রামগুলো সব শহর হয়ে যাবে, কিন্তু মানুষগুলো খাবার পাবে না।