স্বাধীনতা
দুয়ারে এসেছে ভিখারী।ডাকিছে তোমায়,দ্বার খোল হে স্বাধীনতা।
দুয়ারে এসেছে ভিখারী।ডাকিছে তোমায়,দ্বার খোল হে স্বাধীনতা।
হে দারিদ্র, জানি না কি আছে মোদের,কেন ছাড়ছো না তুমি এ বঙ্গবাসীর পিছু।
রমজানে একটাই মোর চাওয়া হে খোদা,বাঙ্গালীরে দাও স্বাধীনতা।
কাল ঘুম থেকে উঠবো খুব তাড়াতাড়ি……কথা দিয়েছে সে কাল ভোরে আসবে আমার বাড়ী…..
একদিন-একটি চিল আসবে,বসবে ছোট্র জামরুলের-ডালে, তার জন্য প্রতীক্ষা সকলের।সোনালী ডানার চিল।।তার সেই ডানায়,আঁকা থাকবে স্বাধীনতার মানচিত্র।।
মালিহা-সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম। মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-নির্দিষ্ট কোনও রমণী আমার না,আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই। আমি সকল জগতের,সকল যুগের।সকল
ইনবক্স নোটিফিকেশনে লাল রঙ্গে ১ লেখা দেখে ক্লিক করলো মালিহা, চাঁদ রাতে যেন পূর্ণিমার আলো ছড়ালো তার মনে।জয় সুন্দর একটা স্টিকার পাঠিয়েছে, তাতে লেখা “আই
হৃদয়ের গহীনে-অতীব যতনে,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। অ থেকে চন্দ্রবিন্দু-শুণ্য থেকে অসীম সিন্ধু,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। আদি থেকে অন্ত-সীমা থেকে দিগন্ত,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। ভোরের আলোয়-রাতের কালোয়,রয়েছো তুমি-হে বঙ্গভূমি।
ত্রাণ নয় সখি, আমি আমার ন্যায্য প্রেম চাই।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)