এভাবেই তুমি না বোঝার ভান করো,
আমিও ভান করি।
যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।
আমি দূর থেকে চেয়ে থাকি,
আর এভাবেই-
চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি।
এভাবেই তুমি না বোঝার ভান করো,
আমিও ভান করি।
যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।
আমি দূর থেকে চেয়ে থাকি,
আর এভাবেই-
চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)