লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।
ছেলেঃ-
জেল-জুলুম-হুলিয়া
আমায় পারবে না রাখতে ধরিয়া,
কারফিউ-ধর্মঘট কোন ধারা
তোমায় পারবে না নিতে কাড়িয়া।
মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢
ছেলে সাথে সাথে লাইন কেটে ৩টা কল দিলো, কলগুলো ছিল এমন-
পুলিশ – আমি খুন একটা করেছি, প্লিজ আমাকে গ্রেফতার করেন এসে।
মাদক নিরাময় কেন্দ্র – আমি মাদকাসক্ত, প্লিজ আমাকে এসে নিয়ে যান।
হেমায়েতপুর – আমি গারদ হয়ে গেছি, প্লিজ আমাকে আপনাদের পাগলে নিয়া আটকে রাখেন।