বয়সের কী দোষ?
সম বয়সী তুই,ভালবাসবি না তাই।এ কেমন কথা? বয়সের কী দোষ?বয়সে কি আসে যায়?পেয়েছিস তুই কোথায়-এ আজগুবি প্রথা?
সম বয়সী তুই,ভালবাসবি না তাই।এ কেমন কথা? বয়সের কী দোষ?বয়সে কি আসে যায়?পেয়েছিস তুই কোথায়-এ আজগুবি প্রথা?
নারীর চুলের আগা থেকেপায়ের ধুলোবধী প্রেম।সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়।
বর্ষা দেখা হলে বা ফোনে কথা বলার সময় প্রতিদিনই নানা সমস্যার কথা বলে, এসব দেখে দেখে বিরক্ত হয়ে রিপন একদিন বললো-তোমার কাছে কি পজিটিভ কিছু
লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।ছেলেঃ-জেল-জুলুম-হুলিয়াআমায় পারবে না রাখতে ধরিয়া,কারফিউ-ধর্মঘট কোন ধারাতোমায় পারবে না নিতে কাড়িয়া।মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢ছেলে সাথে সাথে লাইন কেটে
গল্পটা ওখানেই শেষ হওয়ার কথা ছিল,কিন্তু পরিচালক চাইলেন গল্পে একটু ভিন্নতা আনবেন।তাই, হঠাৎ গল্পের নায়িকা নিরুদ্দেশ। নায়কের কথা বলছেন?তিনি আর কি করবেন!বোতল ধরেছেন,দেবদাস হলেন অবশেষ।
তোমার ঠোঁটে এঁকে দিব কলঙ্ক, তারপর সখি-দেখব কি করে দেও ফাঁকি?
আকাশটা ঘোলাটে লাগছে বেশ, বোধহয় বৃষ্টি হবে।এ বসন্তে বৃষ্টি হবে ভাবতে কেমন যেন লাগছে! বসন্তে বৃষ্টি মানেই প্রকৃতির অনিয়ম, প্রকৃতি যখন অনিয়ম করে তখন তা
নিষিদ্ধ পপি,অপ্রতিরোধ্য নেশা।
প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।
প্রিয়তমেষু মালিহা,এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।– জয় কল্যাণীয়েষু
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)