ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

গালিবের নরক বাস

গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।

বিচার চাই

মানুষ হতে চাই নি কখনো,তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-ঈশ্বর ও রমণীর।অথবা পুনঃ