এসব রমনীরা আমাদের প্রতিটি মূহৃর্তকে কেড়ে নেয়,
আমাদের চিন্তা-চেতনা-
অবশেষে ছুঁড়ে ফেলে আস্তকুঁড়ে।
আজ যে ছেলেটা মেধাবী-
কাল সে হয়ে যায় মাদক সেবি,
এভাবেই রমনীরা আমাদের
অনুভূতি গুলো কেড়ে নেয়।
আমাদের হাসি-কান্না।।
অবশেষে ছুঁড়ে ফেলে গহীন শুণ্যে,
আজ যে ছেলেটা সবচেয়ে সুখী-
কাল সে হয়ে যায় দুঃখ ফেরারী।
যে ছেলেটা ডাক্তার হবে-
সেই হয় তো হয়ে গেলো রফিক আজাদ।
এভাবেই বেড়ে চলে কবিদের ভীড়,
এভাবেই হয়তো আমরা সুনীলদের ভীড়ে মিশে যাই।