ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

একই শহরে-

একই মহল্লায় আমাদের বসত,

অথচ চিনি না তোমায়।

দেবী, যেন সহস্র মাইল দূরে-

সহস্র পূর্ব বর্ষ-

আমাদের ছিলো না পরিচয়।

সহস্র বর্ষ পরে অপরিচিতা,

তোমায় কেন আজ-

বড্ড চেনা মনে হয়?

কেন আজ রক্তেরা আন্দোলিত-

হয় তোমার জন্য

হৃদয়ের শিরায় শিরায়।

#চতুর্বেদ#দশকিয়া#দেবী#জাতিস্মর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।