ঘটনা হচ্ছে প্রাক্তন এর বিয়ের পর এই প্রথম দেখা, তারে বললাম চলো এবার চিল করি।
সে বলে ছিঃ কী বলছো এসব? আমার তো বিয়ে হয়ে গেছে!
অথচ, কথা ছিল বিয়ের আগে কিছু হবে না, যা হবার সব বিয়ের পরে হবে।
বিয়ের পরে সোজা পল্টি নিলো!!!
#প্রাক্তন#পল্টিবাজ
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।
কমেন্ট *
নাম *
ইমেইল *
ওয়েবসাইট
পরবর্তিতে ব্যবহারের জন্য আপনার নাম, ইমেইল ঠিকানা এবং ওয়েব ঠিকানা এই ব্রাউজারে সংরক্ষণ করুন।