বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়,
মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য।
অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি হয়তো তারই বন্ধুর ক্ষেত্রে ঘটে, অথবা বিশ্বাসী কৃষকের শষ্য নষ্ট করে দিয়ে যায় বণ্য হাতী।
আসলে বিশ্বাস সব সময় আমাদের অনুকূলে থাকে না, মাঝে মাঝে আমরা বিশ্বাসের পরীক্ষায় অবতীর্ণ হই।
তবু, উই মাষ্ট বিলিভ ইন ম্যাজিক।