বিশ্বাস
বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়, মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য। অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি
বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়, মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য। অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি
সামনের মাসে তোমায় একটা ওড়না কিনে দেবো।
আমার হৃদয়ের ট্রানজিট দিয়ে বয়ে যায় তোমার কোটি টাকার ভালবাসার চালান,বিনিময়ে আমি পাই এক টাকা।
চাইলে তো শহরের সবগুলো মেয়ের মনে আফিমের মত নেশা ধরিয়ে দিতে পারি, শুধু তোমায় ভালবাসি বলে ফিরেও তাকাই নি কারো দিকে।
যতবার ফিরে আসে সিরাজ…ততবার ফিরে আসে মীরজাফর…
প্রিয়তমেষু সুপ্রিয়া, তীব্র বাসনা ছিল কোনও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় খোঁপায় গুঁজে দিয়ে মালতী ফুল তোমাকেই দেখবো সারা নিশী… – জয় কল্যানীয়েষু
কাব্যগুলো সব তোর কাছে জমা দেই, তুই আমাকে একটি আকাশ দেখিয়ে দে যে আকাশে কোন মেঘ নেই, অথবা ব্যকটেরিয়া হীন একটি চুম্বন।
ঝর্ণাঃ- কি হলো? ক্লাস করাচ্ছিতো……… জয়ঃ- ফিরবে কখন? একা একা ভাল লাগে না……….
জয়ঃ- হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত আছি… কিছুক্ষন পরে ফোন দেই….. জয়াঃ- ধুর!!!
সখি, এমন করেই পাশাপাশি এক্সট্রা মাইল চলতে চাই, এমন করেই ‘না বলেও’ ভালবাসি বলতে চাই।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)