ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

ভাবছি একটা দোকান দেবো…
আরে নাহ, হেলাল হাফিজের মত কষ্ট বিক্রী করতে কষ্ট কোথায় পাবো?
আমি কবিতার ভাঙ্গারী দোকান দেবো…

ঝুড়িসহ তোমার দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করবো-
“আছে ভাঙ্গাচুড়া মন, পুরোনো কষ্ট, থেতলানো হৃদয়….?”

প্রথমে ভিতর থেকে হেঁকে উঠলেও বারবার একই শব্দে বিরক্ত হয়ে দরজা খুলে
তুমি তোমার পুরোনো কষ্টগুলো ছুঁড়ে দেবে আমার ভাঙ্গারীর ঝুড়িতে…

বিনিময়ে আমি তোমাকে দেবো নতুন একটা কবিতা…
তোমার দেয়া কষ্টের বিপরীতে কবিতাখানি কম মূল্যবান…
এই অভিযোগে তুমি বলবে-
“না থাক, বিক্রী করবো না।”

আমিও তল্পিতল্পা গোছানোর সময় বলবো-
“ঠিক আছে আরও দুটো লাইন দিচ্ছি”

তুমি বলবে-
“দুই লাইন না, যদি ছয় লাইন হয় তবে চলে”
আমি আশাহত হয়ে গোছানো শেষ করে যখন ফিরবো
তখন আবার বলবো-
“তোমারও কথা থাক, আমারটাও…
দুই লাইন আর ছয় লাইনের মাঝামাঝি চার লাইন দিচ্ছি”

তুমি বিক্রী করতে রাজী হলে, আমি খুশি মনে ফিরে আসার সময় পিছন ফিরে তাকিয়ে দেখবো
তোমার চোখে এখনো লোকসানের কষ্ট…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।