সখি, আগের জনমে কথা দিয়েছিলে এ জনমে আমার হবে; এ জনমেও আমার হলে কই!
আজও জাল ভোট দিয়ে যাই সখি, শুধু তোমায় জেতাবো বলে।
তোকে পাবো না জেনেই সখি আমার স্বেচ্ছা নির্বাসন।