ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

– আবার হবে দেখা সখি বছর কুড়ি পর, আজ তবে যাই?
– যাই না, বলো ‘আসি’।
– মিথ্যা, যাওয়ার বেলায় মিথ্যা করে আসি বললেও তো আসাটা হয় না তাই না!
– অমন করে ভাবছো কেন?
– যেমনটা সত্য।
– আজকাল তুমি বড্ড সত্যবাদী হয়ে গেছ।
– বিদায়ের সত্যটা তো তুমিই বলে দিলে, আমি তো শুধু সেটাকে বয়ে বেড়ানোর প্রাক্টিস করছি মাত্র।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।