ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

– এই এই, কী করছিস!
– মুখ মুছতেছি, খাওয়ার পর মুখ মোছা সুন্নত।
– কই থিকা পাইছোস?
– সেদিন এক বড় ভাই বলছে।
– তোর ঐ বড় ভাই এটা বলে নাই যে, পর নারীর ওড়নায় মুখ মোছা হারাম?
– না রে, ভাই মনে হয় ব্যপারটা বলতে ভুলে গেছিল।
– আচ্ছা, নেক্সট টাইম মনে রাখবি।
– মনে না থাকলে, আবার যদি মুখ মুছি তখন মনে করাই দিবি, ঠিক আছে?
– তোরে নিয়া যে আমি কই যাই!
– স্যরি বাবা, আমি তোর সাথে কোথাও যাব না। তুই যে পেটুক! সিঙ্গাড়া নিলাম ৪ খানা, তার মধ্যে তো সাড়ে তিনখানাই তুই খাইলি।
– খাইছি ভাল করছি, বেশী বেশী খাই বলেই তো আমি সাস্থ্যবান আর তুই পাটকাঠি।
– তুই সাস্থ্যবান নাকি মুটকি?
– হ, আমি মুটকি এবার ঠিক আছে? চল দেরী হয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।