ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

– এই শোন।
– আমাকে বলছেন?
– হ্যাঁ, তুমি আর ঐ দিকটাতে আসো না কেন?
– কোন দিকে?
– তুমি না আগে রোজ কলোনীতে খেলতে যেতে?
– আপনি জানেন কী করে? আপনার বাসা কলোনীতে?
– ওহ! তুমি আমায় চিনতে পারছো না? রউফ, আমার ভাই।
– ওহ! আপু, স্যরি।
– ধ্যাঁত, রউফ আমার বড়, গুনে গুনে দেড় বছরের বড়।

৬ মাস পর –

– তুমি না একটা গাধা।
– আবার কী করলাম!
– না, নতুন করে কিছু করো নাই।
– তবে?
– রউফ আমার ছোট, গুনে গুনে দেড় বছরের ছোট।
– বলো কী আপু!
– একটা থাপ্পড় দিব।
– দাও না, আমি তোমার স্পর্শে হারাই।

অতপর বয়সে দেড় বছরের ছোট প্রেমিককে মেয়েটি প্রেম শিখাইতে ব্যস্ত হইল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।