হলুদ একটি রঙ এর নাম

হলুদ, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বাংলাদেশীদের কাছে…
প্রত্যেকটা প্রাপ্তবয়ষ্ক মানুষই গোলাপী রঙ এর পরে যে রঙ এর স্বপ্ন দেখে তা হচ্ছে হলুদ…
কৌতুক আছে বিয়েতে গায়ে হলুদ না হলে বিয়ের পরে গায়ে মরিচ জ্বলে…

বিয়ের পরে গায়ে মরিচ জ্বলুক বা না জ্বলুক বিয়েতে গায়ে হলুদ বাঙ্গালীর পরিনত বয়সের সবচেয়ে উজ্জ্বল রং… উজ্জ্বল স্বপ্ন…
অথচ আপনি হয়তো জানেন না যে, এই হলুদই আপনার জীবনটা ধ্বংস করে দিতে পারে…

হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমি হলুদ সাংবাদিকতার কথা বলছি…
এই হলুদ সাংবাদিকতা একটি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে মাত্র একটি খবর দিয়ে…
এই হলুদ সাংবাদিকতাই রামুতে বৌদ্ধদের উপর হামলার মূল কারিগর… এই হলুদ সাংবাদিকতাই সারাদেশে গত বছর শত শত শহীদ মিনার ধ্বংসের মূল হোতা, এই হলুদ সাংবাদিকতাই ব্লগার রাজীব হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও তদন্তে বাঁধা গ্রস্থ করেছিল, এই হলুদ সাংবাদিকতাই রেশমা নামক একজন মিথ্যাবাদীকে সেলিব্রেটি বানিয়েছে….
এই হলুদ সাংবাদিকতা পৃথিবী জুড়ে এতো অশান্তির মূল কারন…

অথচ সাংবাদিকরাই পারে পৃথিবীকে শান্তিময় করতে… তাদের ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের চেয়েও বেশী, তাইতো অকালে এতিম হতে হয়েছিল মেঘকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *