আমার আছে জল
মমতা ব্যানার্জী বলেন- দুঃখিত বন্ধু, আমার পানি নাই, আমার আছে জল। তাই তোমাদের পানি দিতে পারব না।
মমতা ব্যানার্জী বলেন- দুঃখিত বন্ধু, আমার পানি নাই, আমার আছে জল। তাই তোমাদের পানি দিতে পারব না।
জ্বী, অনেকেই শুনে থাকবেন গতকাল হঠাৎ সিলেট শহর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে এবং অদ্ভূত একটি শব্দ হয়; আর যারা সিলেটে আছেন তারা তো ব্যপারটা নিজেরাই উপলব্ধি
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা অনাবশ্যক। স্বনামধন্য নয় এমন একজন চালচুলোহীন বেকার যুবকের জন্য ভাল মনওয়ালা একজন প্রেমিকা দরকার। * বেতন আলোচনা সাপেক্ষ।
মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর ঘুমও তোমার মত আচরণ করে, কিছুতেই ফিরে আসে না।
হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে… চলনা সখি, হারাই গিয়ে বঙ্গে…
সকালের নাস্তায় তোমাকে চাই, সন্ধ্যা আরতিতে তোমাকে চাই, মাঝরাতে দুঃস্বপ্নেও তোমাকে চাই প্রিয়তমা।
সখি, ওয়াহিদ ভাই ভাবির জন্য অবসর নিল, আমিও তোমার জন্য অবসর নিতে চাই।
বাংলাদেশের মত এমন বোকাচো* বন্ধু সবারই কাম্য, এক সময় আমিও এমন বোকাচোই ছিলাম। তখন আমার বন্ধুর অভাব ছিল না, তারপর একদিন আমি বদলে গেলাম; বাকীটা
সখি, “ভালবাসি” শব্দটার অর্থই ভুলে গেছি; কত দিন হয় তুমি বল না আর “ভালবাসি”।
আমার জীবন রাজশাহীর মত মরুভূমি করে দিয়ে তুমি মমতার মত বলে দিলে- এর দায়ভার আমার না।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)