পণ
সখি, তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর।
সখি, তোরে ছাড়া চায়ের কাপে চুমুক দেব না আর।
তুমি নিম আমার তেতো স্বাদটাই দেখলে, ঔষধী গুণটা দেখলে না।
আমাকে যেকোন প্রশ্ন করুন, আমি উত্তর দিব। তবে- আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না। আপনার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবেন না। অন্য কারো সম্বন্ধে কিছু জিজ্ঞেস
মাত্র জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়ে উঠেছি, সব কিছু ওলোট-পালোট; সারাক্ষনই ডিপ্রেশনে থাকি। নতুন জায়গা, যতটা সম্ভব বন্ধু-বান্ধব জোটাইলাম খুব দ্রুত, যতক্ষন বন্ধু-বান্ধবদের মধ্যে থাকি
এমনও তো অনেক জনপদ আছে যেখানে মানুষ পোষাকই পরে না, ভাগ্যিস আপনারা সেখানে জন্মগ্রহণ করেন নাই। ( যারা মনে করে নারীর পোষাকই ধর্ষণের জন্য দায়ী)
হলুদ, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বাংলাদেশীদের কাছে… প্রত্যেকটা প্রাপ্তবয়ষ্ক মানুষই গোলাপী রঙ এর পরে যে রঙ এর স্বপ্ন দেখে তা হচ্ছে হলুদ… কৌতুক আছে বিয়েতে
রাষ্ট্র আর সরকার এক নয়, তেমনি রাষ্ট্র বিরোধীতা ও সরকার বিরোধীতাও এক নয়। কখনো কখনো সরকারই রাষ্ট্র বিরোধী হয়ে উঠতে পারে, যেমন রামপাল কয়লা বিদ্যুৎ
মমতা ব্যানার্জী বলেন- দুঃখিত বন্ধু, আমার পানি নাই, আমার আছে জল। তাই তোমাদের পানি দিতে পারব না।
জ্বী, অনেকেই শুনে থাকবেন গতকাল হঠাৎ সিলেট শহর অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে এবং অদ্ভূত একটি শব্দ হয়; আর যারা সিলেটে আছেন তারা তো ব্যপারটা নিজেরাই উপলব্ধি
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা অনাবশ্যক। স্বনামধন্য নয় এমন একজন চালচুলোহীন বেকার যুবকের জন্য ভাল মনওয়ালা একজন প্রেমিকা দরকার। * বেতন আলোচনা সাপেক্ষ।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)