যেমন আমার জনগন তেমন আমি নেতা…
টাকা দিয়া ভোট কিনছি কি রাখতে দেয়া কথা…?
৫০ লাখ খরচ করে জিতছি নির্বাচনে…
সব টাকা তুলতে হইব মাত্র ৫টা সনে…
এমন করলে চলবে কি ভাই?
লোভটা একটু সামলাও।
কী যে বলিস!
আমি কি আর একা খাই?
মাথার উপর ছড়ি ঘোরায় কত নেতা,
আছে অনেক আমলাও।
জনগনরে বলদ পাইছো যদি মনে করো,
সামনে অনেক বিপদ আছে ভেবে দেখো ভাই।
ঐ ব্যাটা, ভয় দেখাস?
জনগনকে আমরা কেয়ার করি থোরাই।