মহাকাব্য
“পাগল” শব্দটাই যেন একটা মহাকাব্য
“পাগল” শব্দটাই যেন একটা মহাকাব্য
ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে দেয়া আর বাঘের খাঁচায় আহত হরিণ প্রেরণ একই কথা।
পাগল হইয়া জন্মানোর একটা উপকারী দিক হইতেচ্ছে মানুষ হইতে আপনাকে চীন যাইতে হইবে না।
তুমি দেবতায় ভজ না, তুমি ভজ অসুরে।
যে আমারে বাসবে ভাল, তার ঘরেই জ্বালবো আলো…
পাগল হইতে পয়সা লাগে না…
যেমন আমার জনগন তেমন আমি নেতা… টাকা দিয়া ভোট কিনছি কি রাখতে দেয়া কথা…? ৫০ লাখ খরচ করে জিতছি নির্বাচনে… সব টাকা তুলতে হইব মাত্র
পাগল কখনো পাপ করে না…
আমি তোমার সিজোফ্রেনিয়া হয়ে বাঁচতে চাই…
আলাদিনের চেরাগ পাইলে দৈত্যরে কইতাম সবটিরে পাগল বানাইয়া দে…
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)