বটের মতন বৃহৎ গাছে/শুধুই ফলে ক্ষুদ্র ফল
আনারস আর কুমড়া, কাঁকুড়/ক্ষুদ্র গাছেই হয় কেবল।
তোমরা যাদের ক্ষুদ্র জান/“বাপ তাড়ান মায়ের খেদানো”
তাদের মাঝেই মানুষ আছে/ধনীর ঘরে মানুষ নাই,
তাদের চাই/মানুষ চাই ॥
– আশরাফ আলী খান
বটের মতন বৃহৎ গাছে/শুধুই ফলে ক্ষুদ্র ফল
আনারস আর কুমড়া, কাঁকুড়/ক্ষুদ্র গাছেই হয় কেবল।
তোমরা যাদের ক্ষুদ্র জান/“বাপ তাড়ান মায়ের খেদানো”
তাদের মাঝেই মানুষ আছে/ধনীর ঘরে মানুষ নাই,
তাদের চাই/মানুষ চাই ॥
– আশরাফ আলী খান
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)