ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

সিয়েরা লিওন

সিয়েরা লিওন চোখে আঙ্গুল দিয়ে বলে… আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

তোমারে ছাড়া

শখি, তোমারে ছাড়াই তো পার করে এলাম দীর্ঘ্য ২৮টি বসন্ত…

আমি বাংলায় গান গাই

আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই । । -প্রতুল মুখোপাধ্যায়

দুই জনাই বাঙ্গালী ছিলাম

দুই জনাই বাঙ্গালী ছিলাম, দেখো দেখি কান্ডখান, তুমি এখন বাংলাদেশী, আমারে কও ইন্ডিয়ান। -প্রতুল মুখোপাধ্যায়  

বসন্ত

ঈশান কোণে তাকিয়ে দেখো সই… চাঁদটা কেমন উদাসে বলে- “এমন বসন্ত দিনে তোমার সঙ্গের সাথী কই…?”

সাম্রাজ্য

এই যে ব্যস্ততম রানী! তুমি কাহার সাম্রাজ্যে পাহারাধীন নিশ্চিন্ত দুপুরে ঘুমাও? আমার যে ক্লান্ত দুপুর কাটে তোমার প্রহরী ভেদ কল্পে…

একলা চাঁদ

তুমি বিনা বিষন্ন সন্ধ্যা কাটে একলা চাঁদের সাথে…

সূর্য ডোবা

এই সন্ধ্যায় সখি, একলা ক্যামনে সূর্য ডোবা দেখি!

আর কোন পোস্ট নেই।