কথা
প্রিয়তমেষু কথা, কথা না হয় বলতে পারি না, ভাল তো বাসতে পারি ঠিকই। – জয় কল্যাণীয়েষু
প্রিয়তমেষু কথা, কথা না হয় বলতে পারি না, ভাল তো বাসতে পারি ঠিকই। – জয় কল্যাণীয়েষু
যদি দর্শক খেলা না দেখতো হবে মাশরাফি হয় তো পাইলট হতো… কিন্তু তোমারে ভাল না বেসে আমার কিছু করার ছিল না…
তোমার পত্রের আশায় রই… আশা পূরণ হলো কই!
মনে পড়ে তোমার? তুমি ছিলে কচুরিপানার ফুল আর আমি ছিলাম ডাহুক ছানা। এক কিশোরী তোমায় ছিঁড়তে এলে আমি বাঁধা দিলাম। কে যেন এক বিশাল পাথর
প্রিয়তমেষু নিশী, এখন আমি আর রাত জাগি না। – জয় কল্যাণীয়েষু।
জানি সে ভালবাসতো আমায়… জানি ভালবাসে… জানি সে কখন চলে যায়… শুধু জানি না কখন আসে…
আইবায় নি আবার তুমি… আইবায় নি ফিরিয়া… দিনে-রাইতে তুমারে… আমি মরি খুঁজিয়া…
তুমি যখন তুষার মাখো রাঙ্গা চরণে… আমার তখন স্বপ্ন ভাঙ্গে তুষার ঝড়ে…
প্রেম এখনো আছে স্বযত্নে যেমন ছিল আগে… শুধু, তুমি বিনা প্রেমের নাকি কেমন একা একা লাগে…
তুমি প্রবলবেগে ছুঁড়ে মারো ঘৃণা… আমি প্রেম বলে ঘরে তুলি…
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)