ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

দলকানা

চিকিৎসা বিজ্ঞান হয়তো অমরত্ব পর্যন্ত পৌঁছে যাবে একদিন, কিন্তু দলকানাদের চোখে কোনদিন আলো জ্বালতে পারবে না।

ফ্লার্ট

তুমি যখন ফ্লার্ট করো ফাল্গুনের লগে, উঠানে আমার লগে কান্দে বর্ষা…

খুন

আমি খুন হয়ে যাই তোমার চোখে,আবার তোমার ছোঁয়ায় জন্ম লই।এ তোমার কেমন খেলা,বাঁচাও কেন যদি মারোই।