তুমি জঙ্গি ভাল বোঝ,সঙ্গী বোঝ না।
তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন, এসো ফিরি বিনিময় প্রথায়।
তোমাতেই আমি স্থির, তোমাতেই অস্থির।
আলাদিনের চেরাগ পাইলে তিনবারেই তোর নাম বলিতাম।
বসন্ত, গ্রীষ্ম, ক্যালেন্ডার, হৃদয়