ঘোর
তোর ঘোর লাগানো চক্ষু… আমি পিপাসার্ত মুসাফির… ঐ চোখে ঠান্ডা দীঘির জল… আমি তাতে সাঁতার কাটতে অধীর…
তোর ঘোর লাগানো চক্ষু… আমি পিপাসার্ত মুসাফির… ঐ চোখে ঠান্ডা দীঘির জল… আমি তাতে সাঁতার কাটতে অধীর…
পছন্দ বদলে যাওয়া তো এক ধরনের আত্মপ্রতারণা, যেমন ধরেন মাকে রাস্তায় ফেলে যাওয়া (ঘটনা হবিগঞ্জের)। তাছাড়া আজকাল অহরহ পরকিয়ার বলি হচ্ছে স্বামী/স্ত্রী/সন্তান, এমন কি প্রেমের
নৌকা উঠছে সড়কে এইটুকু আছে ঠিক, যায় না যেনো নরকে হারাইয়া দিক। নৌকার সড়কে ওঠা শুভ লক্ষণ না, সড়কে রিক্সা-টেম্পু চলার নিয়ম। নিয়ম ভাঙ্গারও নিয়ম
আমি তো ফেলেই এসেছিলাম সে রথ, একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ। তুমি কেন ডেকে নিলে, সঙ্গী হলে? বিশ্রামের অযুহাতে একা রাখো, এ যে
তুমি যখন গার্দার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে লেকের জলে স্বপ্ন দেখো, আমি তখন বুকের ব্যথায় তোমার হাতটাই হাতড়ে বেড়াই।
সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো, আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)