শাসন-শোষণ
তোমারে হৃদয় রাজ্যের শাসন ভার দিলাম, তুমি শোষণ শুরু করলা।
তোমারে হৃদয় রাজ্যের শাসন ভার দিলাম, তুমি শোষণ শুরু করলা।
একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম; অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।
প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে যে মেয়েটা বিক্রী হয়ে গেল পতিতালয়ে, সে প্রেমিক চিনতে ভুল করেছিল। কারন প্রেমিক আর অপ্রেমিকে দেখতে কোন পার্থক্য নেই।
মন খারাপের কাব্য তো সব তোমার নামেই লেখা।
সবাই ভাবলো লাল টিপ, শুধু দু’জনই জানে ওটা সিঁদুর।
তোমার গলায় ঐডা কী দেহি তো! খোলো ঐডা, ভালবাসার দড়ি বাইন্ধা দেই।
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)