ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

প্রেমিকা তুমি প্রেমিকা হও…
অষ্টাদশী বা অষ্টাশি…
তুমি প্রেমিকা হও, নিখাঁদ প্রেমিকা।

প্রেমিকা তুমি প্রেমিকা হও…
তুমি হও জুলেখা বা রাধা…
তোমার বুকে ফুটুক গোলাপ-জবা-গাঁদা…

তোমার চোখে ফুটুক বিষাক্ত প্রেম…
তুমি হও মনষা বা হেরা…
আমি তোমাতে নিঃস্ব হই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।