ভালবেসে যাই
কে কবে ভালবেসে আহত হয় নি বলো দেখি সই! আমিও আহত হবো জেনেই ভালবেসে যাই।
কে কবে ভালবেসে আহত হয় নি বলো দেখি সই! আমিও আহত হবো জেনেই ভালবেসে যাই।
কারো কাছে চাঁদ ধরোনের ফাঁদ আছে? শখির জন্য রাইখ্যা দিতাম, শখি আমার দেশে আইলে তার কপালে আঁইক্যা দিতাম।
কেন এই অবহেলা হে প্রিয়তমা, বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা। হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি, ভিতরে আমি
তুমি কারাগার হবে সই? আমি কয়েদী হই!!!
এতো শত মিথ্যুকের ভীড়ে প্রেমিক ব্যাটাই বেমানান।
প্রেমিকা তুমি প্রেমিকা হও… অষ্টাদশী বা অষ্টাশি… তুমি প্রেমিকা হও, নিখাঁদ প্রেমিকা। প্রেমিকা তুমি প্রেমিকা হও… তুমি হও জুলেখা বা রাধা… তোমার বুকে ফুটুক গোলাপ-জবা-গাঁদা…
স্বপ্ন বাড়ী যাবে পুজোর ছুটিতে…ছুটিহীন শহরে স্বপ্ন ভাঙ্গে…অপেক্ষা বাড়ে পুজোর…
ভাবলাম বসন্ত এসেছে, তুমি বললে শীত।
১০ টাকার চাল খাইলো চেয়ারম্যানের ছাগলে।
সখি, মেসি তো ফিরছে, তুমি ফিরবে কবে?
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)