একটা দুপুরই তো চেয়েছি তোমার কাছে,
শান-শওকত তো আর চাই নি।
স্রোতস্বিনী নদী বা উন্মত্ত সাগর চাই নি,
পর্বতরূপ প্রেমও চাই নি হে প্রিয়তমা।
তোমার কাছে একটি নগণ্য দুপুর চেয়েছি,
আমার ক্লান্ত, ঘামে ভেজা হৃদয় দেখাবো বলে।
আমার বাগানের কনকতারার কলি দেখাবো বলে।।