ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

অধিকার

অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় নয়, হোক সে ভিটামাটি, হোক বা হৃদয়।

বিনিময়

হৃদয়ের বিনিময়ে হৃদয় চাই, টাকা-পয়সার নাই কারবার। তুমিও জয়ী হলে আমিও ভয় নেই কারো হারবার।

অন্তর্চক্ষু

যে আমারে চিনতে পারে অন্তর্চক্ষু দিয়া, তাহার লাগি পরাণ রাখিমু যতন নিয়া।

ফেরা

ও প্রাণ সই, পাখিরাও নীড়ে ফিরলো, তুমি ফিরলে কই?

তাবিজ

তোমার ঘরের দখিন কোণে, তাবিজ ঝুলাবো সই।

আর কোন পোস্ট নেই।