ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

দলকানা

চিকিৎসা বিজ্ঞান হয়তো অমরত্ব পর্যন্ত পৌঁছে যাবে একদিন, কিন্তু দলকানাদের চোখে কোনদিন আলো জ্বালতে পারবে না।

ফ্লার্ট

তুমি যখন ফ্লার্ট করো ফাল্গুনের লগে, উঠানে আমার লগে কান্দে বর্ষা…

খুন

আমি খুন হয়ে যাই তোমার চোখে,আবার তোমার ছোঁয়ায় জন্ম লই।এ তোমার কেমন খেলা,বাঁচাও কেন যদি মারোই।

দেওয়ালী

এই দেওয়ালীতে তুমি আসবে তো আমার ঘরে আলো জ্বেলে? আমি ঘর অন্ধকার করে বসে র’বো তোমার আশায়।

বোঝ না

তুমি জঙ্গি ভাল বোঝ,সঙ্গী বোঝ না।

বিনিময়

তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন, এসো ফিরি বিনিময় প্রথায়।

স্থির

তোমাতেই আমি স্থির, তোমাতেই অস্থির।

তোর নাম

আলাদিনের চেরাগ পাইলে তিনবারেই তোর নাম বলিতাম।

বসন্ত

বসন্ত, গ্রীষ্ম, ক্যালেন্ডার, হৃদয়

আর কোন পোস্ট নেই।