ভোর
ভোর তো আর হয় না শখি… আমি এখন অন্ধকারেই থাকি…
ভোর তো আর হয় না শখি… আমি এখন অন্ধকারেই থাকি…
আমি ডুবতে বসেছি সখি তোমার চোখের অথৈ জলে…
সুরমার পাড়ে ঘুরে বেড়াবো সই… তুমি আছো কই…?
কাহার তরে বাসর সাজাও রাই, কৃষ্ণ তো আর বৃন্দাবনে নাই।
সখি, তুমি আমার হাসি বোঝ না, কান্না বুঝবে কী?
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)