সন্ধ্যা
সন্ধ্যা এলো আন্ধার নিয়া, তোমার হাতে যন্ত্রণা। সন্ধ্যার হাত ধরবো আজ, তোমার হাত ধরবোনা।
সন্ধ্যা এলো আন্ধার নিয়া, তোমার হাতে যন্ত্রণা। সন্ধ্যার হাত ধরবো আজ, তোমার হাত ধরবোনা।
হারিয়ে যাওয়ার কালেও তোরে যেন পাই সঙ্গে… সখি, একই সাথে হারাতে চাই এই বঙ্গে…
প্রিয়তমেষু লতা, তোমার আলিঙ্গনে বাঁচতে চাই। – জয় কল্যাণীয়েষু
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)