আঁধার
আঁধারে হারায় চাঁদ, পথের বাঁকে তুমি-তুমি হীনা নিঃস্ব, একা আমি।
আঁধারে হারায় চাঁদ, পথের বাঁকে তুমি-তুমি হীনা নিঃস্ব, একা আমি।
হয়তো কোনদিন তুমি আসবে, অথবা কোনদিন নয়। না এলেই ভালো, এলেইতো আবার তোমায় হারাবার ভয়। ভয় নিয়ে বাঁচতে চাইনা- স্মৃতিটুকুই থাক, চাইনা আমি সুখের দিন-
লেবুর মত কচলে নিলি আমায়- অবশেষে ময়লার ঝুড়িতেই আমার আশ্রয়।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)